রামাদানের প্রস্তুতি আমরা শুরু করতে পারি কুরআন তিলাওয়াত দিয়ে। কারণ নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কুরআন তিলাওয়াত। আর কুরআন তিলাওয়াত সম্পর্কে আল্লাহ্ তাআলা ইরশাদ করেছেন, ‘মুমিন তো তারা, আল্লাহকে স্মরণ করার সময় যখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। আর যখন তাদের ওপর তাঁর আয়াতগুলো পাঠ করা হয়, তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের ওপরই ভরসা করে’ (আনফাল : ২)।
এখন আমরা প্রতি ওয়াক্ত সালাতের পরে যদি চার পাতা করে কুরআন তিলাওয়াত করার অভ্যাস এখন থেকেই শুরু করতে পারি, তাহলে রমজানের আগে পুরো কুরআন শেষ হয়ে যাবে। যেখানে উচ্চারণ বা মাখরাজ গত ভুল থাকবে তা এখনই শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে সবকিছুই আমাদের হাতের মুঠোয়। তাই ইউটিউবের সাহায্য নিয়ে ভালো একজন কারী বেছে নিয়ে তার পড়া ধরে ধরে নিজের পড়া ঠিক করার চেষ্টা করতে হবে অথবা উস্তাদ -উস্তাজার কাছে শিখতে পারলেতো আরও ভালো হয়
